ফ্রি ওয়ার্ডপ্রেস থিম – যে কোন ব্যবসার প্রচার, প্রসার, পরিচিতি বাড়ানোর জন্য অথবা যেকোন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ওয়েবসাইটের গুরত্ব ও প্রয়োজনীতা অপরিসীম। এখন আপনি যদি একটি ওয়েবসাইট বানানোর চিন্তা করে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস থিমের মাধ্যমে খুব সহজেই এবং অতি অল্প সময়ে একটি ওয়েবসাইট বানাতে পারবেন। এমনকি কিছুদিন সময় নিয়ে এই কাজটি শিখে নিলে আপনি এ লাইনে দারুন একটা ক্যারিয়ারও গড়তে পারেবেন। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা ওয়ার্ডপ্রেসের জন্য প্রচুর পরিমানে থিমে তৈরি করেছে। এসব থিমের মধ্যে কিছু আছে পেইড ওয়ার্ডপ্রেস থিম আবার কিছু আছে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। থিম ফ্রি হোক বা পেইড হোক আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানাতে গেলে আপনার একটি থিম লাগবে এটা হলো কথা। আপ[অনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পেইড থিম ব্যবহার করে অনেক বেশি ফিচার, ফাংশনালিটি এবং ডেভেলপারের কাছে থেকে আপডেট এবং সাপোর্ট পাবেন, এটা সত্য কথা। ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করেও আপনি অনেক প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাতে পারবেন। কিন্তু এত এত ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এর মধ্যে সব থিমই কিন্তু ভালো না। তাই আমি আপনাকে এখানে (সেরা ৮ টি) – ফাস্ট এবং প্রফেশনাল ফ্রি ওয়ার্ডপ্রেস থিম – (২০২১) নিয়ে আপনাকে বলবো। যাতে করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিমটি বাছাই করতে পারেন।
1 – Education Hub (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
Education Hub একটি সুন্দর ডিজাইনের, ক্লিন কোডিং এবং মার্জিত ওয়ার্ডপ্রেস থিম। এই থিমটি বিশেষ করে কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলির জন্য সবচেয়ে উপযুক্ত। তবে এই থিমটি দিয়ে কেবলমাত্র শিক্ষাপ্রতষ্ঠানের ওয়েবসাইটই যে বানাতে হবে বিষয়টা এমন না। এটি ব্যবসায় এবং কর্পোরেট ওয়েবসাইটগুলির জন্য ব্যবহৃত হতে পারে। থিমটি লেআউট সেটিংস এবং অনেক অনেক ফিচার আছে এবং কাস্টমাইজযোগ্য যা শক্তিশালী কাস্টমাইজার API এর উপর ভিত্তি করে থিম এর বিকল্প প্যানেল ব্যবহার করে কাস্টমাইজ করা যায়। Education Hub আপনাকে সহজেই এবং অল্প সময়ের মধ্যে পেশাদার এবং আকর্ষণীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে সহায়তা করে।
এই থিমে ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সন আছে। ফ্রি এবং প্রিমিয়াম ভার্সনে যেসব ফিচার আছে নিচে তা উল্লেখ করা হলো।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
আরো পড়ুন…
- ওয়েব ডেভেলপার কিভাবে হওয়া যায়-কম্পিলিট গাইডলাইন
- ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি – নিজেই বানান নিজের ওয়েবসাইট
- ডোমেইন এবং হোস্টিং কি – ডোমেইন হোস্টিং কিভাবে কাজ করে
2 – eStore Theam (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
eStore Theam থিমটি বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের জন্য বানানো হয়েছে। WooCommerce প্ল্যাটফর্মের জন্য এটি চমৎকার মানের একটি ওয়ার্ডপ্রেস থিম। এই থিমের সাথে খুব সহজেই আপনার ইকমার্স স্টোর সংযোগ করতে এবং সহজে কাস্টমাইজ করে মনের মত একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। তবে এটি ই-কমার্সের জন্য স্পেশালাইজড ওয়ার্ডপ্রেস থিম হলেও এটিকে ইচ্ছা মত কাস্টমাইজ করে ব্লগ টাইপ ওয়েবসাইটও বানানো যায়। এই থিমটির আরো বড় একটি সুবিধা হলো এটিতে যেকোন ধরণের প্লাগিন এবং কাস্টম উইজেড ব্যবহার করতে পারবেন।
এই থিমটি ব্যবহার করে ইতিমধ্যে ১০০০০+ ওয়েবসাইট বানানো হয়েছে। এটির সাথে আপনি Elementor, Gutenberg,, Beaver Builder, Brizy, Elementor, SiteOrigin এইসব পেজ বিল্ডার ব্যবহার করতে পারবেন।
এই থিমে ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সন আছে। ফ্রি এবং প্রিমিয়াম ভার্সনে যেসব ফিচার আছে নিচে তা উল্লেখ করা হলো।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
3 – Deep (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
এই তিমটি মূলত এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে চমৎকার ভাবে কাজ করে। এটি একটি চমৎকার ওয়ার্ডপ্রেস থিম। য়াপনি যদি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনার ওয়েবসাইটটি নির্মান করার চিন্তা করে থাকেন তাহলে এই থিমটিকে বেছে নিতে পারেন। আমি নিশ্চিত আপনি একাবার এটি ব্যবহার করা শুরু করলে নির্ঘাত এর প্রেমে পড়ে যাবেন। এই থিমটি আপনাকে দিচ্ছে ভিজুয়াল ফুটার বিল্ড করার সুবিধা, উন্নত মেগা মেনু যুক্ত করার সুবিধা, স্টিকি মেনু যুক্ত করার সুবিধা। এবং তাতক্ষণিকভাবে ওয়েবসাইট রেডি করার জন্য ওয়ানক্লিক ডেমো ইম্পোর্ট করার সুবিধা।
এলিমেন্টরের ব্যাসিক উইজেডস ছাড়াও এই থিম ইনস্টল করলেই এলিমেন্টরে এক্সট্রা ৭৫+ উইজেডস ব্যবহার করতে পারবেন এবং প্রত্যকেওটি উইজেডসে কাস্টম CSS ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন। যার মাধ্যমে আপনার ওয়বসাইটকে আরো ফাংশনালি এবং আই কেচিনফগ করে বিল্ড করতে পারবেন।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
4 – Hestia (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
এই থিমটি অতি উন্নত মানের এবং অত্যন্ত শক্তিশালী বিজনেস থিম। এই থিমের সবচে বড় সুবিধা হচ্ছে এই থিমটি ব্যবহার করলে পেজ স্পীড নিয়ে আপনাকে কোন রকম চিন্তা ভাবনা করতে হবে না। এই থিমটিকে আসলে ঐভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও এই থিমটি তৈরি করার সময় SEO ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে। কাজেই এই থিম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করলে ওয়বসাইট র্যাংক করানো নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না।
আর এই থিমের কাস্টমাইজ অপশটিও খুব সহজ। কম্পিউটারের ব্যাসিক নলেজ আছে এরকম যে কেউ এই থিম কাস্টমাইজ করতে পারবে। এই থিমের কাস্টমাইজ অপশনে বেশ কিছু ফিচার আছে, যেগুলো কাস্টমাইজ করে আপনার প্রয়োজন এবং রুচি অনুযায়ি আপনার ওয়েবসাইটটিকে মনে মত করে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও এই থিমটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়াও এই থিমের আরেকটি মজার বিষয় হচ্ছে, “কন্টেন্ট বিল্ডার” নামে একটা এক্সট্রা ফিচার এড করা হয়েছে। যেটির মাধ্যমে আপনার ই-কমার্স ওয়েবসাইটের পণ্য সাজানো ক্ষেত্রে নানা রকম সুবিধা পাবেন।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
5 – Fashionista (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
আপনি যদি একটি ব্লগ টাইপ ওয়েবসাইট বানাতে চান তাহলে এই থিমটি বেছে নিতেই পারেন। কারণ হচ্ছে এই থিম মূলত বানানোই হয়েছে ব্লগিংএর কথা মাথায় রেখে। যেহুতু ব্লগিং এর জন্য বানানো হয়েছে সেহুতু এখানে এক্সট্রা ফাংশনালিটি না থাকার কারণে এটি একটি লাইট ওয়েট থিম। এই থিম যদি আপনার ব্লগের জন্য ব্যবহার করেন তাহলে আপনার ব্লগটি হবে সুপার ফাস্ট।
এছাড়া এই থিমটির কাস্টমাইজ অপশনে অনেক ফিচার আছে যেগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি একোটি ব্লগ টাইপ ওয়েবসাইট বানানোর চিন্তা করে থাকেন তাহলে এই থিমটিকে ব্যবহার করতে পারেন। এটি একটি ফ্রি থিম। তবে ফ্রি ভার্সনে ফুটারে থিম কোম্পানীর ক্রেডিট দিতে হয়। আপনি চাইলে এই ফুটার ক্রেডিড রিমুভ করতে পারবেন। তবে তার জন্য এক্সট্রা ৫ ডলার খরচ করতে হবে। ফুটার ক্রেডিট রিমুভ করার জন্য ওদের একটি এক্সটেন্সন আছে।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
6 – Tyche – Free eCommerce Theme (ফ্রি ওয়ার্ডপ্রেস থিম)
এট একটি ফ্রি ই-কমার্স থিম। এই থিম মূলত পোশাক বেচাকেনার জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে। এই থিমটিতে অনেক অনেক টাইফোগ্রাফিক সুবিধা আছে যে কারণে সহজেই অডিয়েন্সকে আকৃষ্ট করা যায়। এছাড়াও আপনার ই-কমার্স স্টোরকে সাজানোর জন্য প্রচুর উইজেড ফিচার আছে যেগুলো ব্যবহার করে সহজেই আপনার ওয়েবসাইটটি সাজাতে পারবেন।
আপনারা যারা উকমার্স প্লাগিনের মাধ্যমে আপনার স্টোরটি সাজাতে চাচ্ছেন তারা এই থিমটির সাহায্যে আপনার ওয়েবসাইট বানাতে পারেন। এটি WooCommerce প্লাগিনের সঙ্গে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ। খুবই পরিচ্ছন্ন কোড এবং সুন্দর ডিজাইন এই থিমটিকে খুবই জনপ্রিয় করে তুলেছে।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
আরো পড়ুন…
- অনলাইন ইনকাম সাইট ২০২১ – অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
- আর্টিকেল লিখে আয় করুন – বাংলায় লিখুন পেমেন্ট নিন বিকাশে
- বাংলা আর্টিকেল লেখার নিয়মঃ কন্টেন্ট রাইটিং টিপস
- অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট: অনলাইন ইনকাম সাইট ২০২১
7 – Newspaper X 
সংবাদ পত্র, ম্যাগাজিন অথবা ব্লগ টাইপ ওয়েবসাইটের জন্য এটি একটি চমৎকার মানের থিম। এটিকে বুটস্ট্রাপ দ্বারা ডিজাইন করা হয়েছে। হোম পেজ সাজানোর জন্য অনেক উইজেড আছে। যেগুলোর সাহয্যে ওয়েবসাইটের হোম পেজটিকে খুন সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর অনেক্ষণ ধরে রাখতে চান তাহলে এই থিমটি আপনার জন্য।
এছাড়াও এই থিমটি একটি বিজ্ঞাপন বান্ধব থিম। আপনি যদি গোগল এডসেন্স নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য এই থিমটিকে ব্যবহার করতে পারেন।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
8 – EDigital Market 
আপনি যদি আপনার ডিজিটাল প্রডাক্টগুলি অনলাইনে বিক্রি করার জন্য ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান থিম, প্লাগিন, সফটওয়্যার, আইকন ফন্ট ইত্যাদি বিক্রি করার জন্য একটি ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে আপনার জন্য এটি একটি পারফেক্ট ওয়ার্ডপ্রেস থিম। এই থিমটির রয়েছে খুবই চমৎকার মানের কাস্টমেইজেশন ফিচার, যেগুলো খুব সহজেই কাস্টমাইজ করা যায়।
আপনার ডিজিটাল পণ্যগুলি বিক্রি করার জন্য আপনি সাচ্ছন্দে এই থিমটির উপর নির্ভর করতে পারেন। এটি ১০০% পার্সেন্ট রেস্পন্সিভ। এই থিম প্রভার্সনও আছে। আপনি চাইলে ফ্রি ভার্সন দিয়েই প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন। পরে চাইলে বা দরকার মনে করলে প্রভার্সনে আপডেট করতে পারবেন।
ডেমো দেখুন | এই থিমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন | আরো বিস্তারিত জানতে এখানে করুন
দারুন কিছু থিম সম্পর্কে আইডিয়া পেলাম। ই-কমার্সের জন্য কোন থিমটা সবচে ভালো হবে বলবেন কি?