ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি – নিজেই বানান নিজের ওয়েবসাইট

You are currently viewing ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি – নিজেই বানান নিজের ওয়েবসাইট

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি – এমন একটা সময় ছিলো যখন ওয়েবসাইট তৈরি করা অনেক সময়সাপেক্ষ এবং খরচের ব্যাপার ছিল। কিন্তু এখন আর সেদিন নাই। এখন একটি ওয়েবসাইট বানানো খুবই সহজ। একটু চেষ্টা করলে, কম্পিউটারের ব্যসিক নলেজ থাকলে আপনি নিজেই বানাতে পারবেন। বর্তমানে ওয়েবসাইট বানানোর জন্য অনেক প্লাটফর্ম আছে। এর মধ্যে সবচে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি খুবই সহজ। কোন প্রকার কোডিং জ্ঞান না থাকলেও ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা ওয়েবসাইট পরিচালনা করাও অনেক সহজ। কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় আজকের আর্টিকেলে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি এই আর্টিকেলটলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে নিজের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা শিখে যাবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি সম্পুর্ণ ফ্রিতে (wordpress.com)

ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে https://wordpress.com এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে নিচের চিত্রের মত একটি পেজ পাবেন।

build a website with wordpressএখান থেকে উপরে Get Started অথবা Start your website বাটনে ক্লিক করুন। তাহলে নিচএর চিত্রের মত একটি পেজ পাবেন।

wordpress register page

এখানে প্রথমে এমেইল এড্রেস পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Create your account  বাটনে ক্লিক করুন অথবা Continue with google বাটনে ক্লিক করুন। তাহলে ডোমেইন নির্বাচন করার জন্য অপসন পাবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

উপরের চিত্রে দেখুন। ১ নং মার্ক করা ঘরে আপনার ডোমেইন নাম দিন। ফ্রিতে আপনি একটি সাব ডোমেইন নিতে পারবেন। ৩ নং মার্ক করা ঘরে Select বাটনে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত একটি পেজ আপনার সামনে খুলে যাবে।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

এখানে উপরে দ্বিতীয় লাইনে খেয়াল করে দেখুন এই কথাটি লেখা আছে। এখানে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত একটি পেজ পাবেন। এখান থেকে বেশ কিছু কাজ করতে হবে।

start with a free site

প্রথমে ১ নং মার্ক করা ঘরে Get started বাটনে ক্লিক করুন। এবং একে একে ২ নং মার্ক করা ঘরে অপশনগুলো ফিলাপ করুন। তাহলেই আপনার সাইটটি লাইভ হয়ে যাবে।

উপরের চিত্রে বাম পাশে খেয়াল করুন। এটাই হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখান থেকেই পুরো ওয়েবসাইট কন্ট্রোল করা হয়। আপনি নিজেই যদি নিজের ওয়েবসাইটটি সেটাপ করতে চান তাহলে এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে A 2 Z জানার জন্য নিচের আর্টিকেলগুলো পড়তে পারেন।

আমি ধরে নিচ্ছি আপনি উপরোক্ত আর্টিকেলগুলো পড়েছেন এবং এখন ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড সম্পর্কে জানেন। ফ্রিতে ব্যবহার করার জন্য ১১৪ টার মত থিম পাবেন। আপনার পছন্দ অথবা দরকার অনুযায়ি যেকোন একটা থিম একটিভ করে আপনার মনের মত করে কাস্টমাইজ করে নিন। কিভাবে পেইজ ক্রিয়েট করবেন, কিভাবে মেনু সেটাপ করবেন ইত্যাদি আমি আর এখানে দেখালাম না। আপনি এব্যাপারে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই উপরে দেওয়া লেখাগুলো পড়ে নেবেন।

ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার সুবিধা

wordpress.com ব্যবহার কররে ফ্রি প্লানে ওয়েবসাইট তৈরি করার সুবিধা হলো এখানে একটি টাকাও খরচ করতে হচ্ছে না। কোনো প্রকার কোডিং নলেজ না জানলেও আপনি ওয়েবসাইট খুব সহজে মেইনটেইন্স করতে পারবেন। ফ্রিতে ব্যবহার করার জন্য ১১৪ টি থিম পাবেন। ওয়ার্ডপ্রেস নিজস্ব হোস্টিংএ ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে বলে এখানে সিকুউরিটি ব্যবস্থা খুব ভাল। সাইটের স্পীড খুব ভালো পাবেন।

ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার অসুবিধা

ফ্রিতে কাস্টম ডোমেইন ব্যবহার করতে পারবেন না। wordpress.com এই ডোমেইনের আন্ডারে একটি সাবডোমেইন ব্যবহার করেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কাস্টম ডোমেইন ব্যবহার করতে চাইলে টাকা খরচ করে প্লান আপগ্রেড করতে হবে। আপনি এখানে ফ্রিতে কোনো প্লাগিন ব্যবহার করতে পারবেন না। কাস্টম থিম বা প্লাগিন ব্যবহার করতে হলে আপনাকে কিছু টাকা খরচ করতে প্লান আপগ্রেড করতে হবে। এছাড়াও আপনি আরো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। মোট কথা এখানে কিছু বাধ্য বাধকতা রয়েছে।


আপনি যদি শখের বসে শ্রেফ শখের বসে একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে। উপরের দেওয়া নিয়ম ফলো করে ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটু প্রফেশনাল কাজের জন্য ওয়েবসাইট বানাতে চান তাহলে কিছু টাকা খরচ করতেই হবে। অন্তত একটা ডোমেইন নেম এবং একটি হোস্টিং প্লান আপনাকে কিনতেই হবে। সেক্ষেত্রে পুরো ওয়েবসাইটের কন্ট্রোল থাকবে সম্পূর্ণ আপনার হাতে। মানে আপনার ওয়েবসাইটে আপনি যা খুশি তাই করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি (wordpress.org)

ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি নিজেই যদি নিজের ওয়েবসাইটটি তৈরি করতে চান তাহলে নিচে দেওয়া ধাপগুলো ফলো করুন।

  • ডোমেইন নাম নির্বাচন এবং ডোমেইন হোস্টিং রেজিস্টার করা
  • সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল
  • সাইটের ধরণ অনুযায়ি থিম নির্বাচন, ইনস্টল এবং এক্টিভ করা
  • প্রয়োজনীয় প্লাগিন ইনস্টল করা
  • থিম এবং প্লাগিন কাস্টমাইজ করা

উপরের ধাপগুলো ফলো করতে পারলেই আপনার স্বপ্নের ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে। উপরোক্ত কাজগুলো কিভাবে করবেন আমি তাই এখানে চিত্র সহকারে বর্ণনা করবো। আপনি মনোযোগ দিয়ে পড়লে খুব সহজেই আপনার ওয়েবসাইটি তৈরি করেতে পারবেন বলে আশা রাখি। কথা না বাড়িয়ে চলুন একেএকে বিষয়গুলো নিয়ে আলোচনা করি।

ডোমেইন নাম নির্বাচন এবং ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করা

ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। যেমন facebook.com অথবা google.com অথবা boesl.org.bd ইত্যাদি আর হোস্টিং হলো ওয়েবসাইটের ফাইলগুলো রাখার স্থান। ওয়েবসাইট তৈরির চিন্তা করলেই প্রথমে ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন নাম নির্বাচন করতে করতে হবে। আপনার বিজনেস অথবা প্রজেক্টের সাথে মানানসই এরকম একটা ডোমেইন নাম নির্বাচন করতে হবে এবং ডোমেইন বিক্রি করে এমন কোনো প্রতিষ্ঠান থেকে ডোমেইনটি  রেজিস্ট্রেশন করতে হবে। নিচের ডোমেইন চেকার বক্স থেকে আপনার ডোমেইনটি চেক করতে পারেন।

আরো পড়ুন…

[wp24_domaincheck]

ডোমেইন  রেজিস্ট্রেশন করার পরে ওয়েবসাইটের ফাইলগুলো রাখার জন্য একটি হোস্টিং প্লান কিনতে হবে এবং ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করতে হবে। ডোমেইন এবং হোস্টিং প্রভাইড এমন অনেক কোম্পানি আছে। আপনি যেকোম্পানি থেকে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারেন। আমি এই মুহুর্তে আপনাকে সাজেস্ট করবো আপনি নেইমচিপ থেকে নিতে পারেন। এখানে পাবেন সবকিছু সীমাহীন, যেমনঃ স্টোরেজ, ব্যান্ডউইথ, ডাটাবেজ, সাব-ডোমেইন, ইমেইল অ্যাকাউন্ট ইত্যাদি ।  অথবা নিচের ইএজের উপর ক্লিক করুন। তাহলে নেমচিপের ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। যা দেখতে নিচের চিত্রের মত।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে এখানে সাই আপ করতে হবে। উপরে চিত্রে ১ নং মার্ক করা স্থানে দেখুন। Sign in এবং দুই নং মার্ক করা স্থানে Sign up লেখা আছে। সাইন আপ করা থাকলে সাইন ইন ক্লিক করে করুন আর না করা থাকলে সাইন আপ করে সাইন ইন করতে হবে। এবং ৩নং মার্ক করা ঘরে থেকে  ডোমেইন নেইম চেক করবেন। ডোমেইন নেইম বাছাই করার ক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করা হয়নি এমন কোন নাম ব্যবহার করতে হবে।

এবারে নেইমচিপের হোম পেইজে মেনুবার থেকে Hosting এর উপরে ক্লিক করুন। তাহলে বিভিন্ন ধরণের হোস্টিং প্লান দেখতে পাবেন। এখান থেকে আপনার ওয়েবসাইটের ধরণ অনুযায়ি হোস্টিং প্লান বেছে নিতে হবে।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

উপরের চিত্রে প্রথম প্লানটি দেখুন, এখানে ২০ জিবি স্পেস পাবেন, ৩টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এরজন্য তারা আপনার কাছ থেকে মাসিক ১.৫৮ ডলার চার্জ করবে। আপনি চাইলে মাসিক, বাতসরিক অথবা দ্বিবাতসরিক মেয়াদে হোস্টিং নিতে পারবেন। প্রথম বছরে ৪৫% ছাড় চলছে এখন। পরের বছর থেকে রেগুলার চার্জ প্রযোজ্য হবে।দ্বিতীয় প্লানটা নিলেই সব কিছু আনলিমিটেড পাবেন। একটু মনযোগ দিয়ে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আপনি যেই প্লানটি নিবেন সেই পালনের Get Start বাটনে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত একটি পেইজ পাবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

Get Start  বাটনে ক্লিক করার পরে যখন উপরের চিত্রের মত একটি পেজে আসবেন তখন এখান থেকে আপনাকে বেশ কিছু বিষয় ঠিক করে দিতে হবে। আপনার বোঝার সুবিধার্থে মেইন মেইন পয়েন্টগুলো আমি লাল কালার মার্ক করে রেখেছি। আমি একে একে বিষয়গুলো ব্যখা করছি। Domain name ocnnection. একথাটির মানে হলো এই পেজ থেকে আপনাকে হোস্টিং প্লানের সাথে ডোমেইন নেইম কানেক্ট করতে হবে।

  1. New Domain name: এই কথাটির মানে হলো- নতুন একটি ডোমেন নেম সংযুক্ত করা।
  2. Existing domain name: আগে থেকে ডোমেইন যদি পার্সেস করা থাকে তাহলে এটা সেলেক্ট করবেন।
  3. Already in cart: আগে থেকে যদি এ্যাড টু কার্ট করা থাকে।
  4. New purchase: নতুন একটি ডোমেইন পার্সেস করা।
  5. Find a domain name: এই ফিল্ডে ডোমেইন নেইম দিন।
  6. Search results: আপনা দেওয়া ডোমেইন নেম এভেইলএবল আছে কিনা তা দেখাবে।
  7. Connect to hosting: এই বাটনে ক্লিক করলে আপনার ডোমেইনটি হোস্টিং এর সাথে কানেক্ট হবে।
  8. Add to cart: এখানে ডোমেইন এবং হোস্টিং এর মোট প্রাইস দেখাবে এবং এ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আপনাকে এ্যাড টু কার্ট পেজে নিয়ে যাবে।
  9. Conferm order: সবকিছু ঠিকঠাক থাকলে Conferm order এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পেমেন্ট মেথড পেজ ওপেন হবে। এখান থেকে আপনার পেমেন্ট সংক্রান্ত ইনফর্মেশন দিতে হবে। নিচের চিত্র দেখুন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

এই ওয়েবসাইট থেকে যেকোন প্রডাক্ট পার্সেস করার জন্য অবশ্যই ডলার সাপোর্টেড ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকতে হবে। আপনার পেপাল একাউন্ট থেকেও পার্সের করতে পারবেন। কার্ড দিয়ে কিনলে নিচের লেখা ধাপগুলো ফলো করুন।

  1. Name on card: এখানে আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড হোল্ডারের নাম লিখুন।
  2. Card Number: এখানে আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড এর নাম্বার লিখুন।
  3. Card billing address: আপনার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল লিখুন।
  4. Continue: সবশেষে Continue বাটনে ক্লিক করুন। বাস আপনার কাজ শেষ।

এখন আপনার মেইল চেক করুন। আপনার ডোমেইন এবং হোস্টিং সমস্ত ইনফর্মেশন নেইমচিপ থেকে পাঠানো হয়েছে। New  Account Information নামে একটি ইমেইল আসবে, ওখান থেকে আপনার সিপ্যানেলে প্রবেশ করার লিংক, আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এই ইনফর্মেশনগুলো যেকোন এক জাগায় নোট করে রাখবেন। যাইহোক এখন সিপ্যানেল প্রবেশ করুন। যেকোন ব্রাউজারে আপনার ডোমেইন নেইম স্লাস cpanel লিখে এন্টার চাপুন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল

cPanele লগিন করার পরে নিচের চিত্রের মত দেখাবে। এরপর সার্চবক্সে লিখতে হবে SOFTACULOUS  নিচের  চিত্রে খেয়াল  করে  দেখুন  দুটি ওয়ার্ডপ্রেসের  আইকন  দেখাচ্ছে। নিচের SOFTACULOUS APPS INSTALLER অপশন থেকে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

তাহলে নিচের চিত্রের মত একটি পেজ আপনার সামনে খুলে যাবে। এখান এখানে কতগুলো কাজ ধাপে ধাপে করতে হবে। ১নং মার্ক করা ড্রপডাউন আইকনে ক্লিক করলে দুটি অপশন পাবেন। (১) Quick Install এবং (২) Custom Install  আপনি এদুইটার যেকোন একটা বেছে নিতে পারেন। আমি সাজেস্ট করবো Custom Install বেছে নিতে। প্রথমে আমার সাথে কাস্টম ইন্সটল করে পরে একবার কুইক ইনস্টল করবেন তাহলে দুইটা ইনস্টল পদ্ধতির পার্থক্য বুঝে যাবেন। যাইহোক। Custom Install ইনস্টল অপশনে ক্লিক করুন। এরপর ২নং তীর চিনহিত স্থান থেকে ওয়ার্ডপ্রেস ভার্সন সেলেক্ট করে দিন। ৩নং মার্ক করা স্থান থেকে ডোমেইন সেলেক্ট করে দিন। ৪নং মার্ককরা ঘরে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন (মানে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলি যেই ডিরেক্টরিতে ইনস্টল করতে চাচ্ছেন)। ৫নং মার্ক করা ঘরে ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিন। ৬ নং ঘরে পাসওয়ার্ড দিন। ৭ নং ঘরে ইমেইল এড্রেস দিন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

এরপর স্ক্রল করে নিচের দিকে আসুন। তাহলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস পাবেন। ১নং মার্ক করা এখানে ক্লিক করে আপনি ডাটাবেজ নেইম সেটাপ করতে পারেন। না করলেও সমস্যা নাই। অটো ক্রিয়েট হবে। ২নং  থিম ডিরেক্টরি থেকে থিম সেলেক্ট করে দিতে পারেন। না দিলে সমস্যা নাই। অটো নিয়ে নেবে। এন্ড দেন ফাইনালি ৩নং মার্ক করা Install বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

আপনার ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবং লগিন করার জন্য একটি লিঙ্ক চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে ফেলুন। SOFTACULOUS দিয়ে হোক আর ম্যানুয়ালি ইনস্টল আপনি যেভাবেই করেন না, কেন। লাউ আর কদু। আপনি নিচের চিত্রের মত একটি ইন্টারফেসপাবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি

এটাই হলো আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড। এখান থেকেই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যাবতীয় কিছু কন্ট্রোল করা হয়। এখন আপনাকে একটি থিম নির্বাচন করতে হবে। আপনি কেমন ধরণের ওয়েবসাইট বানাবেন তার উপর নির্ভর করে থিম নির্বাচন করবেন। আপনি শুরু করার জন্য ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টরি থেকে একটি ফ্রি থিম ইউজ করতে পারেন। কিভাবে থিম ইনস্টল এবং এক্টিভ করবেন এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কাস্টমাজ করে একটি ওয়েবসাইট বানাবেন তা জানার জন্য ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে তাহলে আপনি নিজে নিজেই পারবেন। ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড সম্পর্কে জানার জন্য নিচের আর্টিকেলগুলো পড়তে পারেন।

নিজে নিজে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে উপরের আর্টিকেলগুলো পড়তে হবে এবং খুটিনাটি সব কিছু শিখতে হবে। না হলে আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু বুঝবেন না। কাজেই একটু সময় নিয়ে আর্টিকেলগুলো পড়ুন। প্রত্যেকটি আর্টিকেলে চিত্র সহকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

একটু সময় নিয়ে চেষ্টা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন বলে আশা করি। এরপরো কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা আপনি করতে না পারলে অথবা আপনা হাতে সময় না থাকলে যদি থার্ড পার্টি কাউকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ওয়েবসাইট রিলেটেড যেকোন পরামর্শ সাহায্যের জন্য +৮৮০ ১৭২৭ ১৮২০৪৪ এই নাম্বারে কল করতে পারেন।

This Post Has 7 Comments

  1. সাহালোম সরকার

    খুবই দরকারি পোস্ট

  2. খুব সুন্দর এবং দরকারি একটি আর্টিকেল ওয়েবসাইট নিয়ে আমার মনে অনেক ভীতি ছিল। কিন্তু এই আর্টিকেলটি পড়ার পরে আমার সেই ভিতী দূর হয়ে গেল। ধন্যবাদ কামাল মোস্তাকিন ডট কম কে।

    1. Kamal Mostakin

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার উপকার হয়েছে জেনে আমারো খুব ভালো লাগছে।

  3. Nasir

    khub valo laglo articleti pore. vedio akare tutorial dile khub upkar hoto

  4. Yakub ali sikdar

    খুব সুন্দর একটি লেখা পড়লাম। ধন্যবাদ কামাল মোস্তাকিন ভাইকে

Leave a Reply