এন্ড্রয়েড হলো স্মার্ট ফোনের একটি আপারেটিং সিস্টেম। কম্পিউটার চালাতে গেলে যেমন – উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, ম্যাক ওএস, লিনাক্স অথবা এ জাতীয় অপারেটিং সিস্টেম প্রয়োজন পড়ে তেমনি স্মার্টফোনের জন্য এরকম কিছু আপারেটিং সিস্টেম আছে। যেমন – সিম্বিয়ান, আইওএস, উইন্ডোজ ইত্যাদি। বর্তমানে স্মার্ট ফোনের মধ্যে সবচে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো – এন্ড্রয়েড। প্লেস্টোরে এন্ড্রয়েড এর জন্য পেইড এবং ফ্রি অনেক এপস আছে। এত এত এপস এর মধ্যে সবই এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস না। কিছু কিছু এপস আছে যেগুলো এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস। আজকের আর্টিকেলে আমি এমনই কিছু এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস সম্পর্কে বলবো যেগুলো আসলেই এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস। কিছু কছু এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস আছে যেগুলো সম্পর্কে না জানলেই নয়। তবে আমি আপনাকে শুরুতেই একটি তথ্য জানিয়ে দেই – প্রয়োজনের অতিরিক্ত এপস কখনো আপনার ফোনে ইনস্টল করে রাখবেন না। অতিরিক্ত এপস আপনার ফোনকে স্লো করে দিতে পারে। তাই কাজের কাজি এবং সব সময় দরকার পড়ে এমন এপসগুলোই ফোনে ইনস্টল করে রাখুন।
Facebook, Youtube, Imo, Whatsapp ইত্যাদি এই এপস গুলো নিয়ে কথা বলবো না। এগুলো প্রায় সবাই ব্যবহার করে এবং এগুলো সম্পর্কে সবাই জানে। আমি এমন কিছু এপস নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে মানুশ খুব বেশি জানে না কিন্তু খুব কাজের এপস।
এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস – প্রয়োজনীয় মোবাইল এপস ২০২১
1 – Wikipedia Android App
বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক বহুভাষী একটি উন্মুক্ত বিশ্বকোষ হচ্ছে উইকিপিডিয়া । এটি বিশ্বব্যাপী ৩০০টির বেশি ভাষায় পড়া যায়, যার মধ্যে বাংলা একটি।
আপনার কাছে একটি ডিভাইস এবং ইন্টারনেট কানেশন থাকলেই আপনি এখান থেকে তথ্য পড়তে পারবেন। আপনি এন্ড্রেয়েড ব্যবহারকরী হলে Wikipedia আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্লেস্টোর থেকে Wikipedia Android App টি আপনার ফোনে ইনস্টল করে নিন এবং কোনো প্রকার ব্রাউজারের ঝামেলা ছাড়াই উইকিপিড়িয়া পড়ুন।
এই এপসটির প্লেস্টোরে 4.5 স্টার রিভিউ, 656k রেটিং আছে। এবং এট এখনো পর্যন্ত 50M+ বার ডাউনলোড হয়েছে।
2 – Google find my device
Google find my device এই অ্যাপ এর নাম শুনেই আশা করি বুঝতে পারছেন এটি কি ধরণের অ্যাপ এবং কি কি কাজে ব্যবহৃত হয়। হ্যা আপনি ঠিকই অনুমান করেছেন। কোনো ডিভাইস হারিয়ে গেলে আমরা এই অ্যাপ এর সাহয্যে সেই ডিভাইস খুঁজে পেতে পারি। এই অ্যাপটি যেকোনো ডিভাইস থেকে এক্সেসযোগ্য।
এই অ্যাপটি এমন একটি অ্যাপ যেটা দিয়ে আপনি যতগুলো ফোনে লগিন করেছেন তার সবগুলোকেই ট্রাক করতে পারবেন। এছাড়া ফোন লক করে অথবা সাউন্ড ট্রাক করে আপনি আপনার হারানো ডিভাইস খুঁজে পেতে পারেন।
এই এপসটির প্লেস্টোরে 4.4 স্টার রিভিউ, 922k রেটিং আছে। এবং এটি এখনো পর্যন্ত 100M+ বার ডাউনলোড হয়েছে।
3 – Google Photos – Image Backup App
আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন অথবা আপনার ফোনে যদি ভিবিন্ন ছবি থেকে থাকে এবং আপনি চাচ্ছেন সেই ছবিগুলো যেন কখনো না হারায় তাহলে আপনার জন্য পারফেক্ট হলো Google Photos নামের এই অ্যাপটি। কারণ হলো আপনার ফোনে এই অ্যাপটি চালু অবস্থায় থাকলে আপনার ফোনে থাকা সব ছবিকে গোগল অটোমেটিকালি ব্যাকাপ নিয়ে নেয়। এর ফলে আপনার ফোন হারিয়ে গেলেও আপনার ছবিগুলো হারাবে না। আপনি অন্য যেকোন ডিভাইস থেকে আপনার ছবিগুলো দেখতে এবং ব্যবহার করতে পারবে।
এই অ্যাপটি ব্যবহার করার জন্য একটি জিমেইল একাউন্ট প্রয়োজন পড়ে। এখানে আপনি আনলিমিটেম ফটো আপলোড এর সুবিধা পাবেন কাজেই স্পেস নিয়ে চিন্তা করার কোন কারণ নাই।
এই এপসটির প্লেস্টোরে 4.5 স্টার রেটিং, 33M রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 5B+ বার ডাউনলোড হয়েছে। এটি এখন প্রত্যেকট এন্ড্রয়েড ফোনের সাথে ডিফল্ট অ্যাপ হিসেবে ইনস্টল করাই থাকে। যদি কারো ফোনে এটি না থাকে তাহলে নিচে দেওয়া প্লেস্টোরের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন।
4 – Spotify: Listen to podcasts & find music you love
আপনি যদি সঙ্গীত প্রেমি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অ্যাপটি হবে পারফেক্ট চয়েজ। আমার বিশ্বাস আপনি এই এটি ব্যবহার করা শুরু করলে আর ছাড়তে পারবেন না।
Spotify অ্যাপটি আপনাকে বিশ্বব্যাপী মিউজিক পরিবারের সাথে যুক্ত করবে। দেশি বিদেশি যেকোন শিল্পির গান শুনতে পারবেন এই অ্যাপ থেকে।
এই এপসটির প্লেস্টোরে 4.4 স্টার রেটিং, 22M রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 500M+ বার ডাউনলোড হয়েছে।
5 – Internet Speed Meter Liteএন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস
আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য আরেকটি দরকারী অ্যাপ হচ্ছে, Internet Speed Meter Lite. এই অ্যাপটি আপনার ফোনে একটিভ করা থাকলে আপনার ফোনে ইন্টার ব্যবহার করা সময় আপনি কতটা ইন্টারনেট স্পীড পাচ্ছেন তা লাইভ দেখতে পারবেন।
এটিতে আরো সুবিধা পাবেন হচ্ছে আপনি আপনার ফোনে প্রতিদিন কি পরিমান ডাটা খরচ করছেন তা লিস্ট আকারে দেখতে পারবেন। এমনকি মোবাইল ডাটা এবং ওয়াইফাই থেকে আলাদা আলাদা কতটুকু ডাটা খরচ হয়ে তাও হিসেব দেখা যাবে।
সাইজে খুবই ছোট লাইটওয়েট এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে রাখতেই পারেন।
এই এপসটির প্লেস্টোরে 4.4 স্টার রেটিং, 630K রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 50M+ বার ডাউনলোড হয়েছে।
6 – Logo Maker Plus – Graphic Design & Logo Creator
আপনি যদি আপনার বিজনেস অথবা যেকোন কাজের জন্য একটি লোগো ক্রিয়েট করতে চান এবং ফটোশপের ঝামেলায় না যেতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য পারফেক্ট একটি অ্যাপ।
ফ্রিতে ব্যবহার করার জন্য এখানে রেডমেড লোগোর বিশাল কালেকশন পাবেন। এখানে থেকে যেকোন লোগো আপনি আপনার মনের মত করে কাস্টমাইজ করে আপনার নিজের জন্য প্রফেশনাল একটি লোগো বানাতে পারবেন। ১০০+ ফন্ট ব্যবহার করার সুবিধা এখানে পাবেন। কাজেই আপনি চাইলে আপনার বেস্ট এন্ড্র্যেড অ্যাপস তালিকায় এই অ্যাপসট রাখতে পারেন।
এই এপসটির প্লেস্টোরে 4.4 স্টার রেটিং, 630K রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 50M+ বার ডাউনলোড হয়েছে।
7 – Google Indic Keyboard এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস
আপনি যদি আপনার হাতে থাকা মোবাই দিয়ে বাংলায় টাইপ করতে চান তাহলে সবচে ভালো অ্যাপ হচ্ছে Ridmik সবচে ভালো অ্যাপ এটা সবাই জানি। কিন্তু আপনি যদি অন্য যেকোন ভাষাতে যেমন – তামিল, হিন্দি, উর্দু, জাপানিজ ইত্যাদি ভাষাতে টাইপ করতে চান তখন ক করবেন? হ্যা আপনি যদি এরকমটা চান তাহলে Google Indic Keyboard এই অ্যাপট আপনার জন্য পারফেক্ট।
google এর এই অ্যাপ ব্যবহার করে আপনি যেকোন ভাষায় টাইপ করতে পারবেন খুব সহজে। কাজেই আপনার যদি এজাতীয় কাজ করার দরকার হয় তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
এই এপসটির প্লেস্টোরে 4.3 স্টার রেটিং, 608K রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 100M+ বার ডাউনলোড হয়েছে।
8 -PicsArt Photo Editor: Pic Video & Collage Maker

PicsArt অত্যান্ত পাওয়ারফুল এন্ড্র্যয়েড ফটো এডিটিং সফটওয়্যার। এই অ্যাপটির সাইজ মাত্র 36MB. এটি এখনো পর্যন্ত প্লে স্টোরে 500M+ বার ডাউনলোড হয়েছে এবং 4.2 স্টার রেটিং 10M রিভিউ আছে।
এই অ্যাপটি সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। এটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি অ্যাাপ। এই অ্যাপটি মধ্যে প্রচুর ফিচার আছে, যেমন – Tools, Effects, Beatify, Cutout, Text, Add Photo, Fit, Brushes, Border, Mask, Draw, Lense Flare, Shape Mask, Frame, Callout. অ্যাপটি ওপেন করে এডিটিং মুডে গেলে উক্ত অপশঙ্গুলী দেখতে পাবেন। এগুলোর প্রত্যেকটার আন্ডারে আরও সাব ফিচার পাবেন।
এই অ্যাপটির সাহয্যে আপনি যেকোনো ধরণের পোস্টার এবং ব্যানার তৈরি করতে পারবেন। লোগো তৈরি করতে পারবেন। কাজ করার সময় কোনো অংশ অনাকাঙ্খিত ভাবে মুছে গেকে আনডো রিডো করতে পারবেন। আরো পাবেন ১০০+ ফন্ট এর ভান্ডার। আপনার ডিজাইন করা কাজগুলো PicsArt এ রেজিস্ট্রেশন করে সেভ করে রাখতে পারবেন। এই অ্যাপটি ডাউন করুন এখান থেকে।
9 -Kaspersky Mobile Antivirus: AppLock & Web Security
Kaspersky mobile antivirus দারুনব একটি ভাইরাস ডেকেক্টেড এবং ক্লিয়ার অ্যাপ। এই অ্যাপ এর শক্তিশালী প্রগ্রামের মাধ্যমে খুব নিখুত ভাবে ভাইরাস শনাক্ত করা হয়। এটি আপনার ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি, ব্রাউজার হিস্টোরি শজ সব জাগার ভাইরাস শনাক্ত করতে পারে।
এটির সাহয্যে আপনি অনেক গুরুত্বপূর্ন তথ্য সংরক্ষণ করতে পারবেন। এটি আপনার ফোনে এক্টিভ থাকলে হ্যাকাররা আপনার ফোনের তত্য চুরি কপ্রতে পারবে না। এই অ্যাপ আপনাকে ভাইরাস ক্লিন এবং অটোমেটিক মেলওয়ার ব্লকিং এ সাহায্য করবে।
এছাড়া আপনার ইচ্ছে মতো স্ক্যান করতে পারবেন। এটি আপনার ডিভাইস এর পার্সোনাল ছবি কিংবা ইনফরমেশন বা ফাইলে অধিক গোপন কোড রাখতে সহায়তা করবে।
এই এপসটির প্লেস্টোরে 4.8 স্টার রেটিং, 3M রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 50M+ বার ডাউনলোড হয়েছে।
আরো পড়ুন…
- ছবি এডিট করার অ্যাপস – মোবাইল দিয়ে ছবি এডিট
- ছবি এডিট সফটওয়্যার ২০২১ – মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার
- BTCL এর আলাপ অ্যাপ – সবচেয়ে কম রেটে কথা বলার অ্যাপস
10 – Automatic Call Recorder
আজকের পৃথিবীতে মোবাইল ফোন আমাদের জীবনে অপরিহার্য একটি বিষয়। আমারা সারাদিনে যখনি আমাদের দুরের কারো সাথে কথা বলার দরকার পড়ে তখনি আমরা মোবাইওল ফোনে কথা বলি। এখন আমাদের অনেক সময় অনেক কথা সংরক্ষণ করার দরকার পড়ে। এটা করতে পারি আমাদের মোবাইলে কলরেকর্ড অপশন ব্যবহার করে। ম্যানুয়ালি কাজটি করা যায়। সেক্ষেত্রে প্রতিবার মোবাইলের বাটন চেপে অপশন চালু করে দিতে হয়। কিন্তু আপনি যদি এই কাজটি অটোমেটিকালি করতে চান তাহলে আপনার জন্য সবচে ভাল উপায় হচ্ছে Automatic Call Recorder এই অ্যাপটি ব্যবহার করা।
এই অ্যাপটি আপনার ফোনে এক্টিভ করা থাকলে আপনাকে আর কিচ্ছি করতে হবে না। আপনার সারাদিনের যাবতীয় ফোন কল অটোমেটিকলি রেকর্ড হতে থাকবে।
এই এপসটির প্লেস্টোরে 3.8 স্টার রেটিং, 2M রিভিউ আছে। এবং এটি এখনো পর্যন্ত 100M+ বার ডাউনলোড হয়েছে।
এন্ড্রয়েডের প্রয়োজনীয় এপস
আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। পরবর্তিতে আরো কিছু দরকারি অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর ভালো না লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আপনার পরামর্শ সাদরে গ্রহন করা হবে।
ভালো থাকবেন