সেরা ১০টি ওয়ার্ডপ্রেস প্লাগিন ২০২৩

You are currently viewing সেরা ১০টি ওয়ার্ডপ্রেস প্লাগিন ২০২৩

২০২৩ সালে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফাংশনাল এবং এক্ট্রাক্টিভ করার জন্য সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন খুঁজছেন?

ওয়ার্ডপ্রেসের জন্য ইতিমধ্যে ৬০,০০০+ ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপ করা হয়েছে। আপনি আপনার ওয়েবসাইটের জন্য প্রায় সব ধরণের প্লাগিন আপনি এখানে খুজে পাবেন। কিন্তু আপনি যদি একজন নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হন তাহলে এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। কোন কোন সময় এটি অসম্ভব ব্যাপারও বটে।

এসইও, সোশ্যাল মিডিয়া, ব্যাকআপ, স্পীড অপটিমাইজ ইত্যাদির জন্য আমাদের পাঠকরা প্রায়শই সেরা ওয়ার্ডপ্রেস প্লাগইন পরামর্শের জন্য জিজ্ঞাসা করেন। এজন্য আমি এবং আমার টিম মেম্বাররা মিলে আমার পাঠকদের সহযোগিতা করার জন্য ফ্রি এবং বিনামূল্যের মিলিয়ে অনেক অনেক প্লাগিন রিসার্চ করে থাকি। এছাড়া আমরা নিজেরাও আমাদের ক্লাইন্টের কাজের ব্যবহার করা প্লাগিনগুলিও আমরা নোট করে রাখি। সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদের দরকারি প্লাগিনগুলো সম্পর্কে বলবো।

যাতে করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেরা প্লাগিনটি সম্পর্কে জানতে পারেন, খুজে পেতে পারেন এবং আপনার ওয়েবসাইটে খুব সহজেই ব্যবহার করতে পারেন।

1. UpdraftPlus

আপনার ওয়েবসাইটের নিরাপত্তাজনীত কারণে ওয়েবসাইটের ব্যাকাপ রাখা অত্যন্ত জরুরী। এজন্য ওয়ার্ডপ্রেসে অনেক অনেক প্লাগিন আছে। তবে আমি আজকে আপনাকে অত্যন্ত জনপ্রিয় একটি প্লাগিনের কথা বলবো। এই প্লাগিনটির নাম হলো UpdraftPlus, এটি আপনাকে স্বয়ংক্রিয় ব্যাকআপ সেট আপ করতে এবং Google ড্রাইভ, ড্রপবক্স, S3, Rackspace, FTP, ইমেল এবং আরও অনেক কিছুর মতো দূরবর্তী অবস্থানে নিরাপদে সংরক্ষণ করতে দেয়৷

আপনার ওয়েবসাইট কোন কারণে যদি ক্রাস করে অথবা কোন কারণে সাইটের ফাইল ডেলেট অথবা ওয়েবসাইট নষ্ট হয়ে যায় তখন একটি মাত্র ব্যাকাপ থেকে ওয়েবসাইট খুব সহজেই পুনরুদ্ধার করা যায়। এটি একটি ফ্রিমিয়াম প্লাগিন। এটির কিছু ফিচার ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি এটির সম্পূর্ণ সুবিধা পেতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।

এটি একটি দুর্দান্ত ব্যাকএন্ড প্লাগইন যা প্রতিটি ওয়ার্ডপ্রেস ব্লগ এবং ওয়েবসাইটের জন্য অবশ্যই থাকা আবশ্যক কারণ বিপদের সময় এই ব্যাকআপগুলি একটি অপরিহার্য হাতিয়ার।

বিকল্প: BackupBuddy এবং VaultPress (জেটপ্যাক ব্যাকআপ) এছাড়াও চমৎকার সমাধান, কিন্তু এইগুলা শুধুমাত্র পেইড প্লাগিন। আপনি ফ্রিতে এগুলা ব্যবহার করতে পারবেন না।

2. WPForms

ওয়েবসাইটে ভিজিটররা ওয়েবসাটের মালিকের সাথে যেন খুব সহজে যোগাযোগ করতে পারে এজন্য প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কন্টাক্ট ফর্ম থাকা জরুরী। কন্টাক্ট ফর্ম বানানোর জন্য ওয়ার্ডপ্রেসে অনেক অনেক প্লাগিন আছে। তবে আমি আজকে যেই প্লাগিনটির কথা বলবো, সেটা হচ্ছে WPForms. এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটি কন্টাক্ট

এই ড্রাগ এন্ড ড্রপ ফর্ম বিল্ডারটি আপনাকে খুব সহজেই কন্টাক্ট ফর্ম, ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম, অনলাইন অর্ডার ফর্ম তৈরি করার সুযোগ করে দেয়। এছাড়াও আরো যত ধরণের ফর্ম আছে তার প্রায় সমস্ত ফর্ম একটি মাত্র ক্লিকের মাধ্যমেই তৈরি করে ফেলা যায়।

এছাড়া আরো সবচে মজার ব্যাপার হলো, এই ফর্মটির প্রিমিয়াম ভার্সনে 500টির বেশি পূর্ব-নির্মিত ফর্ম টেমপ্লেট রয়েছে৷ যেগুলো একটি মাত্র ক্লিকে আপনার ওয়েবসাইটে এসাইন করতে পারবেন। এবং যেভাবে খুশি কাস্টামাইজ করতে পারবেন। আপনার ওয়েবসাইট ডিজাইন প্রক্রিয়া আরো গতিশিল করে তুলবে।

WPForms সকল জনপ্রিয় মার্কেটিং এবং পেমেন্ট প্ল্যাটফর্মের সাথে একীভূত হয়, যাতে আপনি 5 মিনিটেরও কম সময়ে শক্তিশালী ফর্ম তৈরি করতে পারেন।

আমি বেশিরভাগ সময় আমার ক্লাইন্টের ওয়েবসাইটে WPForms ব্যবহার করি এবং আমার ক্লাইন্ট এবং যারা আমার কাছে এব্যাপারে পরামর্শ চাইতে আসে আমি তাদেরকে WPForms ব্যবহার করতে পরামর্শ দেই। আমি একাই যে এটি ব্যবহার করি বা ব্যবহার করতে পরামর্শ দেই তা কিন্তু নয়। ইতিমধ্যে 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটগুলি WPForms ব্যবহার করেছে, এবং তারা ধারাবাহিকভাবে 5-স্টার রেটিং গড়ের মধ্যে বজায় রেখেছে।

WPForms একটি ফ্রিমিয়াম প্লাগিন, মানে হলো এটির কিছু ফিচার ফ্রি এবং কিছু ফিচার প্রিমিয়াম। আপনি যদি খুবই সাধারণ এবং ব্যসিক লেভেলের একটি ফর্ম তৈরি করতে চান তাহলে আপনি WPForms Lite ব্যবহার করতে পারেন। এটি wordpress plugin derectory থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।

কিন্তু আপনি যদি গুরুত্ব সহকারে আপনার ব্যবসা বাড়াতে চান, তাহলে আমরা প্রো ভার্সন পাওয়ার পরামর্শ দিই কারণ এটি আপনার লিড জেনারেশনের প্রচেষ্টাকে বাড়ানোর জন্য প্রয়োজনীয় সমস্ত শক্তিশালী বৈশিষ্ট্য সহ আসে।

3. MonsterInsights

MonsterInsights হল ওয়ার্ডপ্রেসের জন্য সেরা Google Analytics প্লাগইন। এটি আপনাকে Google Analytics-এর সাথে আপনার ওয়েবসাইটকে “সঠিকভাবে” সংযুক্ত করতে দেয়, যাতে আপনি দেখতে পারেন যে লোকেরা কীভাবে আপনার ওয়েবসাইট খুঁজে পায় এবং ব্যবহার করে।

সর্বোত্তম অংশটি হল এটি আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখায় যা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যেই গুরুত্বপূর্ণ।

তারপরে আপনি আপনার ট্রাফিক, গ্রাহক এবং আয় বাড়াতে সেই অনুযায়ী আপনার ওয়েবসাইট অপ্টিমাইজ করতে পারেন। কিভাবে ওয়ার্ডপ্রেসে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করতে হয়, ইকমার্স ট্র্যাকিং সক্ষম করতে কীভাবে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহারকারীর ব্যস্ততা ট্র্যাক করতে হয় সে সম্পর্কে জানার এটি ভাল মানের একটি প্লাগিন।

MonsterInsights- এই প্লাগিনটির কিছু ফিচার ফ্রি এবং কিছু ফিচার প্রিমিয়াম। ফ্রিতে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি এটির প্রকৃত পারফর্মেন্স উপভোগ করতে চান তাহলে আপনাকে এটি প্রিমিয়াম ফিচারের জন্য আপগ্রেড করতে হবে। এর জন্য আপনাকে তাদের প্যাকেজ অনুযায়ি পেমেন্ট করতে হবে। এই প্লাগিন প্রাইস কত তা আপনি তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন।

এখন রযন্ত MonsterInsights প্লাগিনটি 3 মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ব্যবহার করেছে। ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরিতে 2,576 টি ৫স্টার রিভিউ রয়েছে।

4. WP Mail SMTP

ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ইমেইল পাঠানোর জন্য PHP mail function ব্যবহার করেছে। কিন্তু সমস্যার কথা হলো সব হোস্টিং সার্ভারের সাথে এই ফিচারটি প্রপারলি কাজ করে না। এটি তারা সঠিকভাবে সেটাপ করে না অথবা নিরাপত্তাজনীত কারণে ব্লক করে রাখে। এই কারণে আপনার ওয়েবসাইট থেকে ভিজিটররা এবং আপনি যথা সময়ে গুরত্বপূর্ণ মেইলগুলি নাও পেতে পারেন।

WP Mail SMTP একটি সঠিক SMTP মেল সার্ভার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইমেল পাঠিয়ে এই সমস্যার সমাধান করে।

আরও জানতে, কীভাবে ওয়ার্ডপ্রেস ইমেল না পাঠানোর সমস্যাটি ঠিক করবেন সে সম্পর্কে আমাদের নিবন্ধটি দেখুন।

৩ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ইতিমধ্যেই WP Mail SMTP ব্যবহার করেছে। তাহলে বুঝতেই পারছেন এটি কতটা দরকারি একটি প্লাগিন। আমরা এটি kamalmostakin.com এও ব্যবহার করি।

5. All in One SEO

SEO এমন একটি বিষয় যা আপনাকে সার্চইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে অধিক ভিজিটর পেতে সাহায্য করে। যদিও ওয়ার্ডপ্রেস এসইও-বান্ধব বাক্সের বাইরে, এসইও সেরা অনুশীলনগুলি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ট্র্যাফিক বাড়ানোর জন্য আপনি আরও অনেক কিছু করতে পারেন। এসইও অপ্টিমাইজ করার জন্য ওয়ার্ডপ্রেসে ইতিমধ্যে অনেক অনেক প্লাগিন আছে। যেগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে SEO করতে পারেন।

তবে আমি এখন আমি আপনাকে যে প্লাগিনটির কথা বলবো তার নাম হচ্ছে অল ইন ওয়ান এসইও (AIOSEO) যেটি হল সর্বকালের অন্যতম জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্লাগইন। এটি এখন পর্যন্ত 3 মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ব্যবহার করেছে। এখন পর্যন্ত যতগুলি SEO প্লাগিন ওয়ার্ডপ্রেসে আছে তার মধ্যে, AIOSEO আপনার অন-পেজ এসইও উন্নত করার জন্য প্রয়োজনীয় সমস্ত বৈশিষ্ট্য এবং সরঞ্জামগুলির সাথে সবচেয়ে ব্যাপক সমাধান সরবরাহ করে।

এটি আপনাকে সঠিকভাবে SEO titles, meta descriptions, keywords, create XML sitemaps তৈরি করতে, আপনার সাইটটিকে Google Search Console সংযুক্ত করতে, optimize it for social media অপ্টিমাইজ করতে এবং আরও অনেক কিছু করতে সহায়তা করে৷

তাদের টিম আপনার এসইও র‍্যাঙ্কিং যেমন TruSEO স্কোর সহ তাদের কন্টেন্ট অপ্টিমাইজার, হেডলাইন বিশ্লেষক এবং আরও অনেক কিছুর উন্নতি করতে সাহায্য করার জন্য নতুন এসইও বৈশিষ্ট্যগুলি উদ্ভাবন এবং যোগ করা চালিয়ে যাচ্ছে।

আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ SEO সেটআপের জন্য, আমাদের সম্পূর্ণ AIOSEO সেটআপ গাইড অনুসরণ করুন এবং তারপর নতুনদের জন্য আমাদের চূড়ান্ত ওয়ার্ডপ্রেস এসইও টিউটোরিয়ালটি অনুসরণ করুন।

AIOSEO-এর এই প্লাগিনটির কিছু ফিচার ফ্রি এবং কিছু ফিচার প্রিমিয়াম। ফ্রিতে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি এটির প্রকৃত পারফর্মেন্স উপভোগ করতে চান তাহলে আপনাকে এটি প্রিমিয়াম ফিচারের জন্য আপগ্রেড করতে হবে। যেমন সংস্করণে আরও শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যেমন WooCommerce SEO, স্থানীয় এসইও, স্মার্ট স্কিমা, ভিডিও সাইটম্যাপ, নিউজ সাইটম্যাপ, স্মার্ট রিডাইরেকশন ম্যানেজার, 404 ত্রুটি সনাক্ত ও ঠিক করার ক্ষমতা, উন্নত ব্রেডক্রাম্ব এবং আরও অনেক কিছু। এর জন্য আপনাকে তাদের প্যাকেজ অনুযায়ি পেমেন্ট করতে হবে। এই প্লাগিন প্রাইস কত তা আপনি তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন।

6. SeedProd

SeedProd হল ওয়ার্ডপ্রেসের জন্য খুবই ভালো মানের ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। এমনকি আপনি যদি কোন প্রকার কোডিং নাও জেনে থাকেন তবুও আপনি এই পেজ বিল্ডারটির সাহায্যে প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

ব্যবসার মালিকরা এটি পছন্দ করেন কারণ তারা কোন ডেভেলপার হায়ার না করেও কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ কাস্টম ল্যান্ডিং পৃষ্ঠাগুলি তৈরি করে ফেলতে পারে৷

আপনি 150টিরও বেশি সুন্দরভাবে ডিজাইন করা টেমপ্লেট থেকে বেছে নিতে পারেন, অথবা তাদের ব্যবহার করা সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার (কোন কোডিংয়ের প্রয়োজন নেই) দিয়ে স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ কাস্টম লেআউট তৈরি করতে পারেন।

ল্যান্ডিং পেজ, সেলস পেজ, থ্যাংক ইউ পেজ, ওয়েবিনার রেজিস্ট্রেশন পেজ, কামিং সুন পেজ, মেইনটেন্যান্স মোড পেজ, 404 পেজ, ফ্রন্টএন্ড লগইন পেজ এবং আরও অনেক কিছুর জন্য আগে থেকে তৈরি টেমপ্লেট রয়েছে।

SeedProd একটি স্মার্ট ডিজাইন সিস্টেমের সাথে আসে, তাই আপনি পুনরাবৃত্তিমূলক কাজ করার পরিবর্তে উপাদানগুলি পুনরায় ব্যবহার করে সময় বাঁচাতে পারেন। আপনি কালার স্কিম সংজ্ঞায়িত করতে পারেন, ফন্ট সংমিশ্রণ, পেজ টেমপ্লেট, কাস্টম ব্লক, বিভাগ এবং আরও অনেক কিছু সংরক্ষণ করতে পারেন।

এটিতে সমস্ত ব্লক, উইজেট এবং বৈশিষ্ট্য রয়েছে যা আপনি একজন শক্তিশালী পেজ বিল্ডারের কাছ থেকে আশা করতে পারেন যেমন অপটিন ফর্ম, সামাজিক প্রোফাইল, কাউন্টডাউন টাইমার, যোগাযোগ ফর্ম, বোতাম, মূল্য নির্ধারণ পৃষ্ঠা ব্লক, বিভিন্ন সামগ্রী ব্লক এবং আরও অনেক কিছু।

7. MemberPress

MemberPress প্লাগিন ব্যাবহার করে আপনি তৈরি করতে পারবেন অনলাইন কোর্স ওয়েবসাইট, কমিউনিটি ওয়েবসাইট এবং মেম্বারশীপ ওয়েবসাইট। এই জাতীয় ওয়েবসাইট তৈরি করার জন্য এটি বাজারের সেরা একটি প্লাগিন।

আপনি মেম্বারশীপ তৈরি করতে পারেন এবং ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যানের উপর ভিত্তি করে ওয়েবসাইটের কন্টেন্ট রেসট্রিক্ট করতে পারবেন। এটি Stripe, PayPal, Authorize.net এবং আরও অনেক কিছুর মতো জনপ্রিয় পেমেন্ট সলিউশনের সাথে কাজ করে।

MemberPress প্রিমিয়াম প্লাগিনে ড্রিপ কন্টেন্ট, কোর্স ম্যানেজমেন্ট (LMS), কুইজ, সার্টিফিকেশন, গ্রুপ মেম্বারশিপ, পেইড ফোরাম, শক্তিশালী অ্যাক্সেসের নিয়ম, অটোমেশন এবং আরও অনেক কিছু সহ আরও অনেক শক্তিশালী ফিচার আছে।

কিভাবে একটি মেম্বারশীপ ওয়েবসাইট তৈরি করতে হয় তা জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন।

আপনি আপনার আপনার ওয়েবসাইটের ভিজিটর তথা কাস্টমারদের সাথে যোগাযোগ করতে MemberPress কে সমস্ত জনপ্রিয় ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে সংযোগ করতে পারেন যেমন MailChimp, ConvertKit এবং অন্যান্য।

 

8. WP Rocket

WP Rocket হল বাজারের সেরা ওয়ার্ডপ্রেস স্পীড অপটিমাইজেশন প্লাগইন। এটি আপনাকে তাত্ক্ষণিকভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গতি এবং কার্যকারিতা উন্নত করার সুযোগ দেয় কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন ছাড়াই।

এটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস ক্যাশিং সেটিংস করতে সুপারিশ করে যেমন, gzip compression, page cache, and cache preloading. এছাড়াও আপনি এক্সট্রা ফিচার চালু করতে পারেন যেমন ইমেজ লেজি লোডিং, CDN সাপোর্ট, মিনিফিকাশন এছাড়াও আরো অন্যান্য অপশন চালু করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম কমিয়ে আনতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, WP Rocket ক্যাশ সংরক্ষণ করার জন্য একটি পেজ রিকুয়েস্ট করার জন্য কারো জন্য অপেক্ষা করে না। এটি স্বয়ংক্রিয়ভাবে ক্রল করে এবং আপনার ওয়েবসাইট ক্যাশে তৈরি করে যার ফলে তাত্ক্ষণিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

WP Rocket এছাড়াও Imagify অফার করে যা একটি বিনামূল্যের ইমেজ অপ্টিমাইজেশান পরিষেবা যা আপনাকে আপনার ওয়েবসাইটকে আরও গতি বাড়াতে সাহায্য করে।

আপনার ওয়েবসাইট ক্যাশিং সেটআপটি আরও ভালভাবে কনফিগার করার জন্য তাদের ক্লাউডফ্লেয়ার API, সুকুরি এবং অন্যান্য অনেক সরঞ্জামের সাথে একীকরণ রয়েছে।

WP রকেট এখন পর্যন্ত সবচেয়ে সহজ এবং সবচেয়ে শিক্ষানবিস-বান্ধব ক্যাশিং প্লাগইন। তবে এটির এটির একমাত্র নেতিবাচক দিক হলো, এটির কোন ফ্রি ভার্সন নাই। এটি সম্পূর্ণ পেইড একটি প্লাগিন।

বিকল্প: SiteGround Optimizer, WP Super Cache এবং W3 Total Cache বিনামূল্যে, কিন্তু সেগুলো ততটা শক্তিশালী বা সহজ নয়।

9. WooCommerce

WooCommerce হল ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় ইকমার্স প্লাগইন। এটির অত্যন্ত পাওয়ারফুল ফিচার আছে যে আপনি অনাসেই যেকোন WooCommerce সাপোর্টেড থিমের সাথে একটি ইকমার্স স্টোর সেটাপ করে ফেলতে পারবেন। এজন্য আপনি যদি কোন প্রকার কোডিং নাও পারেন তাতেও কোন সমস্যা নাই

গত কয়েক বছরে, WooCommerce নিজেকে ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে প্রভাবশালী ইকমার্স প্লাগইন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডেডিকেটেড WooCommerce হোস্টিং, WooCommerce থিম এবং WooCommerce প্লাগইনগুলির সাথে এখন একটি শক্তিশালী WooCommerce ইকোসিস্টেম রয়েছে।

WooCommerce একটি ফ্রি প্লাগিন। এটির সমস্ত ফিচার আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তবে এটির বেশ কিছু প্রিমিয়াম এক্সটেনশন আছে। যার মাধ্যমে আপনি আরো পাওয়ারফুল ফিচার আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন।

10. PushEngage

PushEngage হল ওয়ার্ডপ্রেসের জন্য সেরা ওয়েব পুশ নোটিফিকেশন প্লাগইন। এটি আপনাকে ব্রাউজার পুশ নোটিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ভিজিটর অথবা কাস্টমারদের টার্গেটেড বার্তা এবং ঘোষণা পাঠাতে দেয়।

ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য নিউজলেটারের পাশাপাশি পুশ নোটিফিকেশন ব্যবহার করা হয়। যার ফলে ভিজিটররা ওয়েবসাইট ভিজিট না করেও তাদের ব্রাউজারে তাতক্ষণিক নোটিশগুলো পেয়ে থাকে।

PushEngage rip campaigns, a/b testing, dynamic user segmentation, opt-in reminders, powerful analytics, goal tracking এবং আরো অনেক শক্তিশালি ফিচার আছে।

ই-কমার্স ওয়েবসাইটগুলির জন্য, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্ট পরিত্যাগ বিজ্ঞপ্তি, মূল্য হ্রাসের সতর্কতা, ইনভেন্টরি সতর্কতা বিজ্ঞপ্তি এবং আরও অনেক কিছু ট্রিগার করতে পারে।

ব্লগার এবং প্রকাশকদের জন্য, এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত সদস্যদের কাছে নতুন ব্লগ পোস্ট বিজ্ঞপ্তি পাঠাতে পারে৷

PushEngage ওয়ার্ডপ্রেস, Shopify, Bigcommerce এবং আরও অনেক কিছু সহ সমস্ত ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্মের সাথে নির্বিঘ্নে কাজ করে।

 

Leave a Reply