ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড লাইন

  • Post author:
  • Post published:December 7, 2020
  • Post category:WordPress
  • Post comments:0 Comments
  • Post last modified:February 25, 2021
  • Reading time:2 mins read
You are currently viewing ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড লাইন

আপনি কি একটি ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন? কিন্তু কিভাবে, কি করবেন তা বুঝতে পারছেন না। আপনি যদি ননটেকি পারসন হয়ে থাকেন তাহলে বিষয়টি আপনার না বোঝারই কথা। কিন্তু বর্তমানে একজন ক্ষুদ্র ব্যবসায়ের মালিক হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে ওয়েবসাইট কিভাবে বানাতে হয় এটা জানা আপনার সর্বাধিক প্রয়োজনীয় দক্ষতার মধ্যে একটি। কথাটি শুনে অবাক হলেন তাই না?  অবাক হওয়ার কথা। কারণ ওয়েবাসাইট বানাতেতো কোডিং জ্ঞান লাগে। আর কোডিং মানেইত অনেক হিবিজিবি ব্যাপার। হ্যা আপনি ঠিকই ভেবেছেন। কিন্তু প্রযুক্তি দিনকে দিন উন্নত থেকে উন্নতর হচ্ছে। ওয়েবসাইট বানানোর জন্য জটিল কোডিংএর ধারণা থেকে বেরিয়ে ওয়েব ডেভেলপমেন্ট সহজ করার জন্য ভিবিন্ন ধরণেরকন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম” (CMS) তৈরি হয়েছে। এর মধ্যে বর্তমানে সবচে সহজলভ্য এবং জনপ্রিয় CMS হলো “ওয়ার্ডপ্রেস” । আপনার যদি কম্পিটার সম্পর্কে বেসিক নলেজ থেকে থাকে তাহলেই “ওয়ার্ডপ্রেস” ব্যবহার করে আপনার সাধের ওয়েবসাইটটি আপনি নিজেই সেটাপ করে ফেলতে পারবেন। কিভাবে? জানতে হলে লেখাটি পড়ুন। তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড লাইন পেয়ে যাবেন।

 শুরু করার জন্য প্রথমেই নিচের বিষয় তিনটি সম্পর্কে কিছু ধারণা নিই। তাহলে কাজ করতে সুবিধা হবে।

  • ডোমেইন নেইম ।
  • হোস্টিং ।
  • ওয়ার্ডপ্রেস।

ডোমেইন নেইমঃ এটি হলো ওয়েবসাইটের ডাক নাম। যেমন, করিম উদ্দিন নামের মানুষটা করিম উদ্দিন নাম ধরে ডাকলেই সে রেস্পন্স করে। তেমনি প্রতিটা ওয়েবসাইটের একটা ইউনিক নাম থাকে। যেমন, https://kamalmostakin.com. উক্ত লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবসাইটে চলে যাবে এটা সেই ওয়েবসাইটের ডোমেইন নেইম। ওয়েব ব্রাউজারের এড্রেসবারে ডোমেইন নেইম লিখে এন্টার চাপলেই কাঙ্খিত ওয়েবসাইট আমাদের সামনে চলে আসে।

ডোমেইন নেইম যেভাবে  নিবেনঃ ডোমেইন নেইম নিতে হলে ডোমেইন সার্ভিস প্রভাইড করে এমন কোন কোম্পানির কাছ থেকে আপনার পছন্দের এবং দরকারি ডোমেইন নেইমটি রেজিষ্ট্রেষণ করে নিতে হবে। বিদেশি বেদেশি বিভিন্ন কোম্পানী এই সেবা প্রদান করে থাকে। ডোমেইন সার্ভিস প্রাদান করে এমন একটি বিখ্যাত প্রতিষ্ঠান হলো- নেইমচিপ.কম। এই ওয়েবসাইট থেকে আপনার ডোমেইনটি খুব সাওহজেই রেজিষ্ট্রেষণ করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ডলার সাপোর্টেড মাস্টারকার্ড থাকা লাগবে। কারণ ডলারে পেমেন্ট করে আপনার ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে হবে। এখন আপনার কাছে যদি এই মুহুর্তে সেই ব্যবস্থা না থাকে তাহলে আপনি দেশী কোন কোম্পানীর কাছ থেকেও ডোমেইন রেজেষ্ট্রেশণ করাতে পারবেন। এরকম দেশী একটি কোম্পানী হলো- পুতুলহোস্ট.কম। এই ওয়েবসাইট থেকে দেশীও কোম্পানির মধ্যে অল্পদামে খুব ভালো সার্ভিস প্রভাইড করে এরা। ডোমেইন নেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।

হোস্টিংঃ হোস্টিং হলো ২৪ ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত এমন একটি বিশেষ কম্পিউটার। যেখানে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলি সংরক্ষিত থাকে। এই হোস্টিং এর সাথে রেজিষ্ট্রেষণ করা ডোমেইন নেইম সংযুক্ত করা হয় যার ফলে লাইভ হয়। ডোমেইঙ নেইম এর মত হোস্টিংও সংশ্লিষ্ট কোন কোম্পানির কাছ থেকে কিনে নিতে হয়। বিদেশি বেদেশি বিভিন্ন কোম্পানী এই সেবা প্রদান করে থাকে। ডোমেইন সার্ভিস প্রাদান করে এমন কয়েকটি বিখ্যাত প্রতিষ্ঠান হলো- নেইমচিপ.কমব্লুহোস্ট.কম হোস্টগেটর.কম ইত্যাদি। এই ওয়েবসাইট থেকে আপনার ডোমেইনটি খুব সাওহজেই রেজিষ্ট্রেষণ করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ডলার সাপোর্টেড মাস্টারকার্ড থাকা লাগবে। কারণ ডলারে পেমেন্ট করে আপনার ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে হবে। এখন আপনার কাছে যদি এই মুহুর্তে সেই ব্যবস্থা না থাকে তাহলে আপনি দেশী কোন কোম্পানীর কাছ থেকেও ডোমেইন রেজেষ্ট্রেশণ করাতে পারবেন। এরকম দেশী একটি কোম্পানী হলো- পুতুলহোস্ট.কম। এই ওয়েবসাইট থেকে দেশীও কোম্পানির মধ্যে অল্পদামে খুব ভালো সার্ভিস প্রভাইড করে এরা। ডোমেইন নেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।

ওয়ার্ডপ্রেসঃ ওয়ার্ডপ্রেস হলো একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেম ব্যবহার করে খুব সহজেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। এটি সম্পূর্ণ ওপেনসোর্স। ইচ্ছামত মোডিফাই করা যায়। বর্তমান পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার প্রায় ৩৫% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা।

এ পর্যায়ে এসে যে করতে কাজগুলো করতে হবে।

  • ডোমেইন রেজিষ্ট্রেষণ করা।
  • হোস্টিং রেজিষ্ট্রেষণ করা।
  • হোস্টিং এর সাথে ডোমেইনকে কানেক্ট করা।
  • ওয়ার্ডপ্রেস ইনস্টল করা।
  • ওয়ার্ডপ্রেস ইউজার ইন্টারফেস এর সাথে পরিচিত হওয়া।
  • ওয়েবসাইটের জন্য একটি থিম নির্বাচন করা এবং ইন্সটল করা।
  • ওয়েবসাইটের কার্যক্ষমতা বাড়ানোর জন্য দরকারি প্লাগিন ইন্সটল করা।
  • মৌলিক পেজগুলো তৈরি করা।
  • ব্লগ পোস্ট লেখা।
  • ওয়েবসাইটের নেভিগেশন তৈরি করা।
  • ওয়েবসাইটের পেজ, পোস্ট সমুহ দরকার অনুযায়ি কাস্টমাইজ করে সাজিয়ে ফেলা।

ডোমেইন এবং হোস্টিং রেজিষ্ট্রেষণ করা:  পূর্বের আলোচনায় আমরা ডোমেই্ন এবং হোস্টিং কি জিনিশ সে সম্পর্কে জেনেছি। এখন তাহলে এখান থেকে ডোমেইন এবং হোস্টিং রেজিষ্টার করতে পারেন।

 

অথবা দেশি কোন প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে এখান থেকে থেকে নিতে পারেন। খুব অল্প দামে খুব ভাল মানের সেবা পাবেন এখানে। 

অথবা আপনার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন। ডোমেইন এবং হোস্টিং রেজিষ্ট্রেষণ খুবই সহজ কাজ। আপনি চাইলে একই প্রতিষ্ঠান থেকে ডোমেইন এবং হোস্তিং নিতে পারেন অথবা আলাদা আলাদা প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। উপরের দেয়া লিঙ্কে ক্লিক করে ওদের ওয়েবসাইটে গেলে। নির্দেশনা অনুযায়ি আপনি খুব সহজেই কাজটি করে ফেলতে পারবেন। 

ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করানোঃ ডোমেইন এবং হোস্টিং পার্সেজ করার পরের কাজ হলো এদুটোর মধ্যে কানেক্ট করানো। যেকোন হোস্টিং প্লান পার্সেজ করার পরে হোস্টিং প্রভাইডার কোম্পানী নেইম সার্ভার প্রভাইড করে উক্ত নেইম সার্ভারটি ডোমেইন এর মধ্যে সেট করার ফলেই মূলত ডোমেইনটি লাইভ হয়। একই কোম্পানীর কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং নিলে এই কাজটি তারাই করে দিবে। কাজেই এটা নিয়ে এত চিন্তার কিছু নাই।

ওয়ার্ডপ্রেস ইনস্টল করাঃ এখন সি প্যানেলে লগিন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এসেছে।  

 

Leave a Reply