ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের একটি ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। ডোমেইন হলো আমাদের ওয়েবসাইটের নাম, যেমন www.kamalmostakin.com আর হোস্টিং হলো আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো যেই স্থানে রাখবো সেই স্থানটা। ডোমেইন এবং হোস্টিং প্রভাইড করে এরকম কোন কোম্পানির কাছ থেকে কিনে ওয়েবসাইট তৈরি করতে হয়। কিন্তু আমরা যেহুতু মাত্র কাজ শিখতেছি তাই এখনি ডোমেইন হোস্টিং কিনে টাকা খরচ করবো না। আমরা কাজ করবো লোকালহোস্ট এ। লোকালহোস্ট হল আমাদের পার্সনাল কম্পিউটারে তৈরিকৃত হোস্টিং সার্ভার। লোকালহোস্ট এবং লাইভসার্ভার একই জিনিশ পার্থক্য হল- লাইভসার্ভারে রাখা ওয়েবসাইট যে কেউ ভিজিট করতে পারে, আর লোকালহোস্ট এ থাকা ওয়েবসাইট শুধু আমরা নিজেরাই ভিজিট করতে পারবো। কিন্তু লোকালহোস্ট এ বানানো ওয়েবসাইট খুব সহজেই লাইভ সার্ভারে ট্রান্সফার করা যায়। লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য কিছু জিনিশ লাগবে। পিএইচপি, ডেটাবেজ, ওয়েব সার্ভার এবং ব্রাউজার। এই কয়টি জিনিশ হলেই আপনার লোকালহোস্ট সেটাপ করতে পারবেন। কিন্তু পিএইচপি, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার আলাদা করে ডাউনলোড করে কম্পিউটারকে কাজের উপযোগী করা যায় কিন্তু বিষয়টা অনেক ঝামেলার। এর জন্য সবচে সহজ উপার হলো পিএইচপি, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার এই তিনটির সমন্বয়ে গঠিত প্যাকেজ সফটওয়্যার। এজাতীয় অনেক সফটওয়্যার আছে যেমন xampp, wamp, lamp, mamp. এর যেকোন একটা ব্যবহার করলেই হলো।
লোকালহোস্ট এর জন্য xampp ইনস্টলঃ
চিন্তার কোনো কারণ নাই এটি একটি ফ্রি সফটওয়ার। এই লিঙ্ক থেকে আপনি অপারেটিং সিস্টেম অনুযায়ি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে ইনস্টল করে নিন। আমি xampp ইনস্টল করে দেখিয়েছি। ইনস্টল হয়ে গেলে xampp ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে।
এখান থেকে Apache এবং MySQL এই দুটি বাটনের উপর ক্লিক করে স্ট্রার্ট করে দিতে হবে। স্টার্ট হলে বাম পাশে Apache এবং MySQL লেখা বাটন দুটির নিচে সবুজ কালার চলে আসবে। যদি না আসে তাহলে বুঝবেন চালু হয়নি এবং কিছু একটা সমস্যা হয়েছে। এক্ষেত্রে আপনার কম্পিউটারে আগে থাকতে skype চালু করা থাকলে কিছুটা ঝামেলা করতে পারে। যদি skype চালু করা থাকে তাহলে বন্ধ করে দিয়ে পূনরায় স্টার্ট করবেন তাহলে চালু হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস ইনস্টলঃ
চালু হয়ে গেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সার্ভার পুরোপুরি প্রস্তুত। এখন ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost লিখে এন্টার চাপুন। তাহলে নিচের চিত্রের ন্যায় একটি পেজ ওপেন হবে।
এখান থেকে phpMyadmin এ ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের ন্যায় একটি পেজ পাবেন
এখন Run the installation বাটনে ক্লিক করে দিন। তাহলে নিচের চিত্রের মত একোটি পেজ আপনার সামনে ওপেন হবে।
এখন ধাপে ধাপে Site Title মানে আপনার ওয়েবাসাইটের নাম, Username মানে আপনার ওয়েবসাইটের ব্যাকেন্ডে লগিন করার জন্য ইউজারনেম, Password, Email এবং Search engine visibility অপশনে টিকমার্ক দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই এবং সবশেষে Install WordPress বাটনে ক্লিক করুন। এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের চিত্রের মত একটি সাক্সেস মেসেজ পাবেন।
এর মানে হলো আমরা ওয়ার্ডপ্রেস আমদের লোকাল সার্ভারে ইনস্টল করতে সক্ষম হয়েছি। এখন Log In বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের ড্যাসবোর্ডে প্রবেশ করতে পারবো। কিন্ত তার আগে আমরা নতুন একটি ট্যাব ওপেন করে আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসি। ব্রাউজারের এড্রেসবারে লিখবো localhost/local/ এবং এন্টার চাপবো তাহলে ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে। নিচের চিত্র দেখুন।
আগের ট্যাবে ফিরে এসে Log In বাটনে ক্লিক করে অথবা localhost/local/wp-admin এই লিঙ্ক ভিজিট করলেই লগিন অপশন পাবেন।