থিমের মধ্যে নাই এমন কোন ফাংশনালিটি এবং ফিচার ওয়েবসাইটে যুক্ত করা হয় ওয়ার্ডপ্রেস প্লাগিন এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেস প্লাগিন কিভাবে ইনস্টল এবং একটিভ করতে হয় আজকে আমরা তাই জানবো। ড্যাশবোর্ড মেনু থেকে Plugins এর উপর হোভার করলে আরো তিনটি অপশন দেখাবে। Installed Plugins এখানে ক্লিক করলে ওয়েবসাইটে যতগুলো প্লাগিন আছে তার লিস্ট দেখাবে। এখান থেকে প্লাগিন এক্টিভ, ডিএক্টিভ এবং ডেলেট করতে পারবেন। এরপরে আছে Add New তে ক্লিক করে নতুন প্লাগিন ইনস্টল করা যায় এবং Plugin Editor অপশন থেকে প্লাগিইন ফাইল এডিট করতে পারবেন।
প্লাগিন ইনস্টল করার জন্য Plugins -> Add New তে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত একটি পেজ পাবেন।
আপনার কাছে যদি প্লাগিনের একটি জিপ ফাইল থাকে তাহলে Upload Plugin বাটনে ক্লিক করলে ফাইল ড্রাগ এন্ড ড্রপ করে আপলোড করার অপশন পাবেন। Choose file বাটনে ক্লিক করেও ফাইলটি সেলেক্ট করতে পারবেন। এরপর ডান পাশে Install Now বাটনে ক্লিক করলেই প্লাগিনটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। একটু নিচে ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরি থেকেও প্লাগিন ইন্সটল করতে পারেন। তার জন্য আপনি স্ক্রল করে করে আপনার কাঙ্খিত প্লাগিনটি খুঁজে নিতে পারেন অথবা ডানপাশে সার্চ বক্স থেকে প্লাগিনের নাম লিখে সার্চ করে দ্রুত খুঁজে বের করতে পারেন। খুঁজে পেয়ে গেলে প্রতিটা প্লাগিনের উপরে ডান পাশে দেখবেন Install Now নামে একটি বাটন আছে, ওখানে ক্লিক করলেই ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে একই যাগায় দেখবেন Install Now কথাটার জাগায় Activate কথাটা লেখা আছে। ওখানে ক্লিক করলেই প্লাগিনটি এক্টিভ হবে।
উদাহরণ স্বরুপ আমি এখানে একটি প্লাগিন ইনস্টল এবং এক্টিভ করে দেখাচ্ছি। আমি এখন Classic Editor এই প্লাগিনটি ইনস্টল করবো। প্রথমে Install Now এই বাটনে ক্লিক করলাম।চিত্রে খেয়াল করুন প্লাগিনটি ইনস্টল হচ্ছে।
আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে কিছুটা সময় কম বেশি লাগতে পারে। ইনস্টল হয়ে যাওয়া পরে নিচের চিত্রের মত দেখাবে।
এখন একান থেকে Active বাটনে ক্লিক করে দিন। তাহলে প্লাগিনটি এক্টিভ হয়ে যাবে। এখন যদি আমরা Plugins -> Installed Plugins এ ক্লিক করি তাহলে প্লাগিন ডিরেক্টরি থেকে প্লাগিনটি দেখতে পারবো। নিচের চিত্রে দুই নাম্বারসিরিয়ালে দেখুন প্লাগিনটি দেখাচ্ছে আমরা চাইলে থিমের মত প্লাগিওনও এখান থেকে এক্টিভ, ডিএক্টিভ, ডেলেট করতে পারবও এবং কাস্টমাইজ অপশনে যেতে পারবো।
এক্টিভতো করলাম, এখন চলুন দেখে আসি, এই প্লাগিনটি এক্টিভ করার কারণে আমাদের ওয়েব সাইটে কি পরিবর্তন হয়েছে। পরিবর্তন দেখার জন্য ড্যাশবোর্ড মেনু থেকে Posts -> Add New তে ক্লিক করুন।
এখন একটু মনে করে দেখুন আমরা পোস্ট সেকশনে যখন পোস্ট ক্রিয়েট করেছিলাম তখন আমাদের এডিটরটা এমন ছিলো। নিশ্চয় না। ওটা ছিলো গুটেনবার্গ এডিটর। কিন্তু ক্লাসিক এডিটর প্লাগিনটি এক্টিভ করার কারণে ক্লাসিক এডিটরটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা এই ক্লাসিক এডিটর ব্যবহার করতে চাইলে প্লাগিনটি এক্টিভ করবো আর ব্যবহার করতে না চাইলে জাস্ট ডিএক্টিভ করে দেব।
এছাড়াও আরো অনেক অনেক প্লাগিন আছে। যে গুলো ব্যবহার করে আমরা নান ধরণের কাজ করতে পারবো।