এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

You are currently viewing এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

আপনি কি এলিমেন্টর এর জন্য ভাল একটি থিমের সন্ধান করছেন?

এলিমেন্টর হল বর্তমানে সবচে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজবিল্ডার প্লাগিন। এই পেজ বিল্ডারের চমৎকার ড্রাগ এন্ড ড্রপেবল ড্যাসবোর্ড রয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজেই কাস্টম লে-আউট এবং ডিজাইন তৈরি করতে পারবেন।

মূলত ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে এলিমেন্টর বেজড অনেক থিম তৈরি হয়েছে যেগুলো মূলত এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো নির্ভর থিম। তবে আপনার চাহিদা মোতাবেক একটি থিম খুঁজে বের করাও কষ্টসাধ্য কাজ।

এই নিবন্ধে আমি বেশ কিছু এলিমেন্টর থিম নিয়ে আলোচনা করবো। যাতে করে আপনি আপনার চাহিদামত থিমটি খুঁজে পেতে পারেন এবং প্রফেশনাল লুকিং ওয়েবসাইট তৈর করতে পারেন।

এলিমেন্টর পেজ বিল্ডার কি?

এলিমেন্টর হলো বর্তমান বিশ্বের সবচে জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি ড্রাগ এন্ড ড্রপএবল ওয়ার্ডপ্রেস পেজবিল্ডার প্লাগিন। বর্তমানে এর আপডেট ভার্সনে শুধু পেজ ডিজাইনএর মধ্যেই সিমাবদ্ধ না। এটি দিয়ে বর্তমানে পুরো ওয়েবসাইট ডিজাইন করা যায়। একটি ওয়ার্ডপ্রেস থিমের যেকোন পার্ট এডিট এবং কাস্টমাইজ করা যায়।

এলিমেন্টর এর ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনই আছে। ফ্রি ভার্সন ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরি থেকে অথবা এলেমেন্টর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সন দিয়েও আপনি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফ্রি ভার্সনে ৪০+ উইজেডস এবং ৩০+ ফ্রি টেম্পলেট আছে যা আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার যদি আরো এডভান্স কাজের দরকার হয় তাহলে এলিমেন্টর প্রো ভার্সন সংগ্রহ করতে হবে। এলিমেন্টর প্রো ভার্সনে ৫০+ উইজেডস পাবেন যা ড্রাগ এন্ড ড্রপ করে আপনার ওয়েব পেজগুলোকে মনের মত করে ডিজাইন করতে পারবেন। ৩০০+ প্রো টেম্পলেট পাবেন, ১০+ ফুল ওয়েবসাইট টেম্পলেট কীট পাবেন, থিম, পপাপ, ফর্ম ইত্যাদি বিল্ড করার সুবিধা পাবেন। মোট কথা আপনার ওয়েবসাইট নিয়ে আপনি যা খুশি যেমন খুশি তেমন ডিজাইন এবং ফাংশনালি এড করতে পারবেন। এলিমেন্টর প্রো ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

সেরা এলিমেন্টর থিমঃ 

অনেক ফ্রি এবং প্রিমিয়াম থিম আছে যে এলিমেন্টর ফ্রি এবং প্রো ভার্সনের সাথে খুব ভালোভাবেই সাপোর্ট করে। কারণ এগুলো তৈরিই করা হয়েছে স্পেশালি এলিমেন্টরের জন্য।

তাহলে চলুন দেখে আসি সেরা কয়েকটি এলিমেন্টর বেসড ওয়ার্ডপ্রেস থিম।

oceanWp

OceanWp একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম যা এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে দূর্দান্ত কাজ করে। এটির অনেক ফ্রি এবং প্রিমিয়াম পেজ টেম্পলেট আছে। এবং সহজে ওয়েবসাইট সাজিয়ে নেওয়ার জন্য ওয়ানক্লিক ডেমো ইমপোর্টের ব্যবস্থা আছে।

যদিও এই থিমটির ফ্রি ভার্সন দিয়েই অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন তবুও এটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার ফলে আপনি আরো দূর্দান্ত এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

2. Astra

Astra

3. Deep

deep-elementor-theme

4. ColorWay

ColorWay

ColorWay একটি খুব ভাল মানের, লাইট ওয়েট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এটি ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরি থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই থিমটি বিষেষ করে ইকমার্স স্টোর, রেষ্টুরেন্ট, ওনলাইন বিজনেস এসব ওয়েবসাইটের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। এই থিমটিতে চমতকার আইকেচিং ডিজাইন করার সুবিধা আছে। যা আপনা অয়েবসাউটের ভিজিটরদের চমৎকার অভিজ্ঞতা দেবে। এবং সব ধরণের ডিজাইন এলিমেন্টর পেইজ বিল্ডার দিয়ে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন।

 5. Hello

hello elementor

Hello Elementor একটি লাইট ওয়েট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম বিশেষ করে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করার জন্য। এই থিমটিতে এক্সট্রা কোন ফানশনালিটি এড করা নাই, সব ফাংশনালিট এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এদ করতে হবে। একারণে এই থিমটি দিয়ে তৈরিকৃত ওয়েবসাইট খুবি ফাস্ট লোডেড হয়।

6.Page Builder Framework

Page Builder Framework

এলিমেন্টর পেজবিল্ডারের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করার জন্য Page Builder Framework একটি অত্যাধুনিক ওয়ার্ডপ্রেস থিম। এই থিমটির আছে ট্রান্সপারেন্ট হেডার লেয়াউট সাথে স্টিকি হেডার মেনু, ইমেজ স্লাইডার। ফাস্ট লোডিং এই থিম কাস্টমাইজ অপশনে বেশ কিছু কাস্টমাইজেশন অপশন আছে। এটি উকমার্স প্লাগিনের সাথেও ভাল কাজ করে।

7. generatePress

generatePress

GenaratePress একটি লাইট ওয়েট ওয়ার্ডপ্রেস থিম। যা প্রায় সকল প্রকার পেজবিল্ডারের সাথে খুব সাচ্ছন্দে কাজ করা যায়। GenaratePress এর ফ্রি ভার্সনের কাস্টমাইজ অপশনে অনেক দরকারি কাস্টমাইজেশন অপশন আছে। যা দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। কিন্তু আরো বাড়তি সুবিধা পাওয়ার জন্য আপনি GenaratePress pro ভার্সন আপগ্রেড করে নিতে পারেন। পরো ভার্সনে ১৪টি বাড়তি মডিউল পাবেন।

SITE LIBRARY  মডিউলটি ১২টি রেডি ওয়েবসাইট যুক্ত করে, যা এলিমেন্টরের সাহয্য খুব সহজেই এডিট করা যায়। প্র ভার্সনে আপমার ওয়েবসাইট কাস্টমাইজেশন করার জন্য আরো অনেক অপশন যুক্ত করে যেমন, কালার, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড, মেনু, সেকশন সহ আরো অনেক কিছু।

একটি সুপারফাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আপনি অনায়াসেই GenaratePress থিমটি ব্যভার করতে পারেন।

8.Phlox

Phlox

Phlox একটি ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস থিম। যা এলিমেন্টর উপর টার্গেট করে নির্মিত হয়েছে। তা স্বত্তেও এই থিমটির কাস্টমাই অপশনে ১০০+ কাস্টমাইজ অপশন আছে যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন, লেয়াউট, টাইফোগ্রাফি সহ আপনার ওয়েবসাইটের সবকিছু খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন।

Phlox free ভার্সনে ১৯টি হাই কোয়ালিটি প্রিমেইড ওয়েবসাইট আছে , একক্লিকে ইম্পোর্ট করে ব্যবহার করা যায়। এবং ৪০টি আনকমন এলিমেন্টর উইজেডস আছে।

Phlox pro ভার্সন একটি 39$ এর থিম। এটি আপনি themeforest থেকে কিনে নিতে পারেন। প্রো ভার্সন আপগ্রেড করার মাধ্যমে আপনি 250$ সমমূল্যের প্লাগিন এবং ১০০টির প্রিমেইড ডিজাইন পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে নতুন  নতুন ফিচার যুক্ত করতে পারবেন। কাস্টম হেডার এবং ফুটার যুক্ত করতে পারবেন।

9. Neve

Neve

Neve একট ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস থিম। এটি এলিমেন্টরের সাথে চমৎকার ভাবে কাজ করে। এই থিমটির সাহায্য আপনার ওয়েবসাইটের হেডার, ফুটার সহ যেকোন যায়গায় খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন।

 

আশা করি এই নিবন্ধটি আপনার কাঙ্খিত থিমটি খুঁজে পেতে সাহায্য করেছে। নিবন্ধটি কেমন লেগেছে কমেন্টে জানান। ও হ্যা শেয়ার বাটনে ক্লিক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর কোন প্রকার জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

 

 

Leave a Reply